ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধায় পৌর সদরের পশ্চিম গাড়াখোলা বৈশাখী মেলা মাঠ এলাকায় বেলগাছের মৌমাছির চাকে বাঁচপাখি অথবা অন্য কোনো পাখি হামলা করে। এতে চাকের মৌমাছি বিরক্ত হয়ে রাস্তায় চলাচলকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় মৌমাছির কামড়ে ১৭ জন গুরুতর আহত হন।
সবাইকে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত ব্যক্তি পশ্চিম গাড়াখোলা গ্রামের পরিমল সাহার ছেলে সুশান্ত কুমার সাহা (৩৮)। গুরুতর আহতরা হলেন একই এলাকার দেবেশ চন্দ্র দাশের ছেলে শান্ত দাস (২৫) এবং নান্নুর ছেলে মহসিন (১৭)। তাদের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ১৪ জন সদর হাসপাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মৌমাছির কামড়ে আহত রাম কমল সাহা জানান, 'আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন হঠাৎ কিছু মৌমাছি উড়ে এসে আমাকে কামরাতে থাকে। সেখান থেকে দৌড়ে পালাই। এরপর মধুখারী হাসপাতালে প্রথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে চিকিৎসা নিতে যাচ্ছি।