শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গাবতলীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রানু গ্রেপ্তার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাবতলীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রানু গ্রেপ্তার
গাবতলীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রানু গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আমিনুল ইসলাম রানুকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬জানুয়ারীর্ যাব-১২ এর সহযোগিতায় গাবতলী মডেল থানার অফিসার কর্তৃক অভিযান পরিচালনা করে ঢাকা গাজীপুর থানার চান্দনা চৌরাস্তা হতে রানুকে গ্রেপ্তার করে। সোমবার গ্রেপ্তার রানুকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

রানু গাবতলী উপজেলার নিজগ্রাম উত্তরপাড়া গ্রামের আব্দুল করিম মাষ্টার ওরফে করম আলীর ছেলে।

এ ব্যাপারে থানার ওসি আশিক ইকবাল বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আমিনুল ইসলাম রানুর বিরুদ্ধে ২০০৫ সালে বগুড়া নারী শিশু নির্যাতন ট্রাইবুনাল ২য় আদালতে একটি ধর্ষণ মামলা হয়েছিল। যার মামলা নং-৩৯৮/০৫। মামলার প্রেক্ষিতে ২০১৫ সালের ১ ডিসেম্বর আদালত রানুর বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় প্রদান করেন। তিনি ২০১০ সাল থেকে গাজীপুরে পলাতক অবস্থায় বসবাস করে আসছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে