নাটোরের গার্মেন্টস ব্যবসায়ী রবিনকে পুড়িয়ে হত্যা মামলায় নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার নাটোরের চীফ জুডিশিয়াল আদালতের বিচারক আল আমিন রিমান্ড শুনানি শেষে ওই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোর জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয় রিয়াজুল ইসলাম মাসুকে।
এ সময় গার্মেন্টস ব্যবসায়ী রবিনকে পুড়িয়ে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানার উপ পরিদর্শক মোত্তালেব হোসেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আল-আমীন শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে রিমান্ড শুনানির সময় ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুন নিজেকে নির্দোষ দাবি করে রিমান্ডে না দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানান। এরআগে রোববার অপর একটি মামলায় মাসুমকে আদালতে তোলা হলে এজলাসে দাঁড়িয়েই তিনি "জয় বাংলা" শ্লোগান দিতে থাকেন।
উলেস্নখ, গত বছরের ৫ আগস্ট নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি থেকে গার্মেন্টস ব্যবসায়ী রবিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রবিনের মামা সোহেল রানা বাদী হয়ে সাবেক এমপি শিমুলসহ ৭১ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।