শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গলাচিপায় বস্নক প্রদর্শনীর ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
গলাচিপায় বস্নক প্রদর্শনীর ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

'কৃষিই সমৃদ্ধি' এবং 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা ২০২৪-২৫ কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বস্নক প্রদর্শনীর ট্রেতে উৎপাদিত ধানের চারা রাইসট্রান্সপস্নান্টারের সাহায্যে রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সদর ইউনিয়নের মুরাদনগর এলাকায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

৫০ একর জমিতে বস্নক প্রদর্শনীর ট্রেতে ধানের বীজ তৈরি, আধুনিক যন্ত্রের সাহায্যে ধানের বীজ রোপন ও পাকা ধান কর্তন, সার ও কীটনাশক প্রয়োগবাবদ সব খরচ বহন করবে উপজেলা কৃষি অফিস।

ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালীর উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার খায়রুল ইসলাম মলিস্নক, সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা, গলাচিপা থানার ওসি আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে