বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ডক্টর আবেদ চৌধুরীর ধান বেগুন ঢেঁড়স ও গমকে পঞ্চবিহী জাতে রূপান্তর

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
ডক্টর আবেদ চৌধুরীর ধান বেগুন ঢেঁড়স ও গমকে পঞ্চবিহী জাতে রূপান্তর

বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী জানিয়েছেন, তিনি ধান বেগুন ঢেঁড়স ও গমকে পঞ্চবিহী জাতের ধানে রূপান্তর করেছেন। তিনি বলেছেন, 'অন্য ফসলকে পঞ্চবিহী করতে না পারলেও তৃবিহী ও চতুর্বিহী করার কাজে আমরা নিয়োজিত রয়েছি।'

বুধবার জেলার রাজরনগর উপজেলার রক্তা এলাকার কাউয়াদিঘী হাওরে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন তিনি।

জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা ডক্টর আবেদ পঞ্চবিহী বুঝাতে গিয়ে বলেন, 'পঞ্চবিহী যে প্রগ্রেসটা হয়েছে, এটা পূর্ণতা লাভ করেছে এভাবে যে, আমরা ১শ'র অধিক 'পেরাইটি' তৈরি করেছি, যাতে অনেক বেশি বেড়ে যায়। সেই টের'র ভ্যারাইটি তৈরি করেছি। তো সব কিছু এখনো আমার গ্রামে রিচার্জ ল্যাবেলে রয়ে গেছে।

এটাকে আমরা সারাদেশে ছড়িয়ে দেবো। সেই আয়োজনটি আমরা করছি, যাতে বীজ অনেক বেশি বৃদ্ধি হয়।

তিনি বলেন, বীজগুলোর আলাদা 'এগ্রসি' রয়েছে। এটার পরিচর্চা লাগবে। এটা সম্পূর্ণ নতুন একটা 'এগ্রসি'।

ডক্টর আবেদ বলেন, সেজন্য এটা ৮৭টা গ্রামে ছড়িয়ে দিতে যে অর্থ ব্যয় হবে, এটা আমি 'রেইস' করার চেষ্ঠা করছি। একটা প্রাইভেট মডেলে সরকারের কোন সহযোগীতা না নিয়ে যাতে করা যায়,সেই চেষ্ঠায় আমি নিয়োজিত রয়েছি।

কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলন'র আহবায়ক আ,স,ম সালেহ সোহল'র সভাপতিত্বে সদস্য সচিব এম খছরু চৌধুরী'র সঞ্চালনায় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী এমএ আহাদ, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ'র অধ্যক্ষ তোফায়েল আহমদ, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, আবেদ চৌদুরী'র গবেষনা কর্মকর্তা তাহমিদ আনাম চৌধুরী, কৃষি উদ্যেক্তা সায়মন রূম্পা, বাসদ নেতা বদরুল হোসেন, আলমগীর হোসেন, মোকাম্মিল হক, আবুল হাসনাত, বিপস্নব ধর প্রমুখ।

ডক্টর আবেদ চৌধুরী আরও বলেন, আমার আবিস্কারের এ পঞ্চবিহী বীজ মাঠে এসে গেছে। আমার নিজ এলাকা কুলাউড়া উপজেলা থেকে ছড়িয়ে যাচ্ছে। যেটাকে রেডিয়েটিং এওয়ে বলছি, আমার এলাকা থেকে পাশের গ্রামে যাবে। পরবর্তীকালে এসব গ্রামের সংখ্যা আরও বেড়ে যাবে। বৃহত্তর কুলাউড়াকে টার্গেট করে আমরা কাজ করছি।

কিভাবে বীজকে পঞ্চবিহী'র ফর্মুলায় আনলেন এ প্রশ্নের ড. আবেদ বলেন, অসংখ্য ধানের মধ্যে যে ধানগুলো কাটার পর বেড়ে উঠে বা 'ট্রেট্রিলারিং' হয়, যেটা 'বান' সেই ধরণের কয়েকশ' ধানকে আমরা সনাক্ত করেছি। তার পর একটাকে আরেকটার সাথে ক্রস করেছি। এটার মধ্যে আমাদের দেশীয় ধান রয়েছে। 'হাই এল্ডিং ভেরাইটি' রয়েছে।

মাঠে লাগানো হাইব্রিড সেগুলো রয়েছে। সেগুলোর সঙ্গে ক্রমাগত সংক্রয়ায়ন এবং সিলেকশান যেটাকে বলে ক্রসিং এন্ড সিলেকশান, আমরা এগুলোকে 'মাল্টিহারবাস' বা পঞ্চবিহী করে দিয়েছি। পরিশেষে ধান, ডেরেস,বেগুন ও গমকে হঞ্চবিহী করতে পেরেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে