বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

অস্ত্র ও মাদকসহ চার জেলায় গ্রেপ্তার ৭

স্বদেশ ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অস্ত্র ও মাদকসহ চার জেলায় গ্রেপ্তার ৭
অস্ত্র ও মাদকসহ চার জেলায় গ্রেপ্তার ৭

চার জেলায় অস্ত্র ও মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিলেট, মুন্সীগঞ্জের শ্রীবরদী, লক্ষ্ণীপুরের রামগঞ্জ ও ফরিদপুরের

সালথায় তাদের গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

সিলেট অফিস জানায়, সিলেট মহানগরের আম্বরখানা পয়েন্ট থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মহানগরের এয়ারপোর্ট থানার বনকলাপাড়ার বাসিন্দা ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), একই থানার বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমান সনি (২৭), শাহপরাণ থানার মিরাপাড়া এলাকার মাহমুদ আলী (৪৪) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের রিপন (৪৬)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও এয়ারপোর্ট থানাপুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, ৫টি ছুরি, দুইটি কাটি ও একটি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল যন্ত্র জব্দ করা হয়।

পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা (নং-৫) দিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠালে বিচারক জেলহাজতে পাঠান।

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের শ্রীবরদীতে ১২০পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব। বুধবার রাতে বকশীগঞ্জ-ঝিনাইগাতী পাকা রাস্তার পাশ থেকে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার হাসধরা গ্রামের জহুরুল হকের ছেলে।

র্

যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাতে শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া সাকিনস্থ বকশীগঞ্জ-ঝিনাইগাতী পাকা রাস্তার পাশে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেনকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে সাজ্জাদকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথা উপজেলার বলস্নভদী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীনতে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার কাজীর বলস্নভদি গ্রামে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের পিতা- মৃত খন্দকার শামসুর রহমান আলী মিয়ার ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাংচুরের মামলায় শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল। যার সালথা থানার মামলা নং-১১২/২৪।

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে বুধবার বিকেলে চিহিৃত দুস্কৃতিকারী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুসকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ সময় উত্তেজিত জনতা দুস্কৃতিকারী ফরহাদকে (২৪) অস্ত্রসহ আটক করে পুলিশে সোর্পদ করেছে। পুলিশের হেফাজতে থাকায় দুস্কৃতিকারী ফরহাদ হোসেন চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের মনির হোসেন কালুর ছেলে।

স্থানীয় সুত্রে জানায়, চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত রবিনের নেতৃত্বে দুইটি মোটর সাইকেলে চারজন দুর্বৃত্ত অতর্কিত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুসের উপর হামলা চালায়। এ সময় ইউনুসের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তির একপর্যায়ে ফরহাদ গুলি চালায়। কিন্তু গুলি লক্ষভ্রষ্ট হয়ে ছিটকে পড়ে। মুহুর্তের মধ্যে গ্রামবাসী জড়ো হয়ে অস্ত্রসহ ফরহাদকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসী ফরহাদকে পুলিশে সোর্পদ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে