চলাচলের রাস্তা বন্ধ করে আটঘরিয়া পৌর এলাকার উত্তরচক গ্রামের প্রভাবশালী দুই ব্যক্তি জোরপূর্বক কাঁটাতারের বেড়া দিয়ে ২৫ পরিবারের শতাধিক মানুষকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। এ যেন এক অমানবিক নির্মমতা।
অভিযোগে জানা গেছে, এই পৌর এলাকার উত্তরচক গ্রামের মৃত আব্বাস আলীখার ছেলে আব্দুল কুদ্দুস খা ও আবদুলস্নার ছেলে আজিজুল দীর্ঘ ৪০ বছরের চলাচলের রাস্তা কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। ফলে ওই গ্রামের ২৫ পরিবারের শতাধিক মানুষ বন্দী হয়ে পড়েছে।
গ্রামের ভুক্তভোগীরা জানান, 'আমরা দীর্ঘ প্রায় ৪০ বছর যাবত এই রাস্তা দিয়ে চলাচল করে আসছি এবং প্রভাবশালী অভিযুক্ত ঐ দুই ব্যক্তি কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করায় আমাদের ২৫ পরিবারকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।'
এ ব্যাপারে পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন জানান, ঘটনা সত্য, এতে পাশের প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্র-ছাত্রীসহ এলাকার মাঠের ফসলাদি আবাদেও কৃষকেরা বিপাকে পড়েছেন। কাঁটাতারের বেড়ার কারণে লোকজনকে অবরুদ্ধ হয়ে বন্দী জীবন যাপন করতে হচ্ছে।
জানা গেছে, ভুক্তভোগী ও এলাকাবাসী এই দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে পাবনা জেলা প্রশাসক, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং আটঘরিয়া থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য, 'আমাদের নিজেদের জায়গায় বেড়া দিয়েছি।'
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলামের বক্তব্য, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, অভিযোগ পেয়ে সমস্যার সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের ডেকে মীমাংসার চেষ্টা চালানো হচ্ছে এবং শিগগিরই সমাধান হবে বলে আশা করছি।
তবে এলাকায় ভুক্তভোগীদের দাবি, অচিরে এই কাঁটাতারের বেড়া খুলে দিয়ে জনগণের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়া হোক অন্যথায় জনগণই পদক্ষেপ নিতে বাধ্য হবে।