এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যনির্বাহী সদস্য হওয়ায় মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার গোলাকান্দাইলে তার নিজ বাসভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'তারেক রহমান আমাকে জেলার দায়িত্ব দিয়েছেন। তাই নেতাকর্মীরা আমাকে সংবর্ধনা জানিয়েছে। তারেক রহমানের নির্দেশে জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যাতে একটি সুন্দর রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারি এ প্রত্যাশাই কামনা করছি।'
এ সময় উপস্থিত ছিলেন ফতুলস্না থানা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটু, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন প্রমুখ।