বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

লাকসামে বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে গণসংযোগ

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
লাকসামে বিএনপি মহাসচিবের আগমন উপলক্ষে গণসংযোগ

আগামী ২০ ফেব্রম্নয়ারী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিলস্নার লাকসামের জনসভায় আগমন উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতী। মহাসচিবকে স্বাগত জানিয়ে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শোভা পাচ্ছে তোরণ, ব্যানার, ফেস্টুন।

সমাবেশে যোগ দিতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়েছে প্রস্তুতি সভার। জনসভা সফল করতে শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সংগঠন কর্তৃক আয়োজিত খিলা বাজার, নাথেরপেটুয়া বাজার, বিপুলাসার বাজার, লক্ষণপুর বাজার, সরসপুর বাজার, বাইশগাঁও বাজার ও হাসনাবাদ বাজার এলাকায় পথসভায় যোগ দেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। এ সময় তিনি তার বক্তব্যে নেতা-কর্মীদের আগামী ২০ ফেব্রম্নয়ারী লাকসামে বিএনপি মহাসচিবের জনসভায় যোগদানের আহবান জানান। এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মজনু, এস.এম মুনসুর, সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে