ভোলার তজুমদ্দিনে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে, দিনাজটুরের কাহারোলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃতু্যর অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চাঁদপুরে গলায় ডিম আটকে শিশুর মৃতু্য ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোনহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের আমির হোসেন (৩২) ও তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামের নয়ন (৩০)। এদের দুইজনের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির গোয়াল ঘরে গরু চুরি করতে যায় ওই চোরদল। এ সময় এলাকাবাসী টের পেয়ে ডাক-চিৎকার দিয়ে চোর সন্দেহে উভয়কে আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।
তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, বিষয়টির আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ উদ্ধার করা হয়েছে। উভয়রের বিরুদ্ধ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের কাহারোলে আপন ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের জোত মুকুন্দপুর গ্রামে।
জানা যায়, গত মঙ্গলবার বিকালে জোত মুকুন্দপুর গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র ওয়াদুদ একটি ছোট কদম গাছ কাটাকে কেন্দ্র করে তার আপন চাচা মৃত বেশারত আলীর পুত্র আব্দুল জব্বারকে (৫৭) লাঠি দিয়ে আঘাত করেন। এতে আব্দুল জব্বার গুরুতর আহত হন। তাকে পার্শ্ববর্তী উপজেলা বোচাগঞ্জ স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে রেজা হোসাইন পলাশ বাদী হয়ে জোত মুকুন্দপুর গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী সুরাইয়া বেগমকে আসামি করে গত বুধবার কাহারোল থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন। মামলা নং-০৪।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে গলায় ডিম আটকে মেহজাবিন (২৬ মাস) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। সে শাহরাস্তির টামটা গ্রামের মোহাম্মদউল্যার মেয়ে। শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে তার মা তাকে পরটার সঙ্গে সেদ্ধ ডিম খাইয়ে দিলে তা গলায় আটকে যায়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপেস্নক্সে ভর্তি করা হয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের হীরকপাড়া এলাকা থেকে বশির শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বশির খুলনার সোনাপাড়ার ৫১, হাজী তমিজ উদ্দিন যতকদা আমান মহলস্নার হাশেম শিকদারের ছেলে। গত বুধবার রাত ১১টার দিকে মহাসড়কে হীরক পাড়া এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের সংরক্ষিত স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে।