সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

আনন্দ মিছিল

ম স্টাফ রিপোর্টার, যশোর

যশোর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকালে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে, দুপুরের মিছিল সহকারে দলীয় কার্যালয়ে জড়ো হন আট উপজেলার নেতাকর্মীরা।

আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন, আরিফুল ইসলাম, মোহাম্মদ ইমদাদুল হক প্রমুখ। এর আগে নবনির্বাচিত নেতৃবৃন্দ নেতাকর্মীদের নিয়ে শহরের কারবালাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

শুভেচ্ছা বিনিময়

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামের অধিবাসী, ইতালিয়ান প্রবাসী ও ঢাকা পলি টেকনিক কলেজের সাবেক ভি.পি বি.এন.পি নেতা সম্ভাব্য এম.পি প্রার্থী- মো. বদরুল আলম শিপু গত বৃহস্পতিবার বিকেলে ইতালি থেকে দেশে ফিরেছেন। তাকে ঢাকা বিমান বন্দরে ও দেশের বাড়িতে শত শত বি.এন.পি নেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

আ'লীগ নেতা গ্রেপ্তার

ম আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির উলস্নাহ ভূইয়া (৫৬) নামের এক আওয়ালীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আখাউড়া-কসবা সড়কের মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক নাছির উলস্নাহ ভূইয়া মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট গ্রামের মৃত হাসমত আলী ভূইয়ার পুত্র। তিনি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত নাছির উলস্নাহ ভূইয়ার বিরুদ্ধে মামরা দায়ের পূর্বক শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

১৪ দোকান ছাই

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় বৈদু্যতিক শর্টসার্কিটের আগুনে ১৪ দোকানঘর পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার বারিল্যা বটতলী বাজারে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য আশপাশের মুসলিস্নরা মসজিদের ছিলেন। নামাজ চলাকালে বাজারের আল-আমিনের মুদিখানার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

মুসুলিস্নর মৃতু্য

ম গাজীপুর প্রতিনিধি

টঙ্গী ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে আরও এক মুসলিস্নর মৃতু্য হয়েছে। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসলিস্নর মৃতু্য হয়েছে। নিহত নাজমুল হোসেন (৭৫), বগুড়ার শেরপুর থানার খামারকান্দি গ্রামের মজিবর পন্ডিতের ছেলে। তাবলীগ জামাতের নিজামউদ্দিন অনুসারী (সা'দ পন্থী) বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোঃ সায়েম জানান,শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নাজমুল শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হন। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উলস্নাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপির প্রস্তুতি

ম রায়পুর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে আগামী ২০ ফেব্রম্নয়ারি লক্ষ্ণীপুর জেলা সমাবেশ সফল করতে রায়পুর পৌর বিএনপির ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। শুক্রবার (১৪ ফেব্রম্নয়ারি) বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জাহের মিয়াজী, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, ইকবাল হোসেন পাটোয়ারী, জাফর মাস্টার, বাহার উদ্দিন বাহার মেম্বার প্রমুখ।

ফিরলেন লাশ হয়ে

ম সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন নামে এক গৃহবধূর মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী হারুন-অর রশীদ। শনিবার ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা খাতুন ও আহত হারুনর রশীদ উপজেলার ছালাভরা পুর্বপাড়া গ্রামের বাসিন্দা। কাজিপুর থানার ওসি (তদন্ত) লাল মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জামে মসজিদ উদ্বোধন

ম টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার নয়ানন্দ উত্তরপাড়া বায়তুল মামুর জামে মসজিদ শনিবার দুপুর ২টার সময় উদ্বোধন করা হয়। উক্ত মসজিদ সভাপতি হাজ্বী মো: ছাক্তার শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মো: আক্তার হোসেস মোলস্না, মসজিদ দাতা সদস্য ডাক্তার মো: রফিকুল ইসলাম তালুকদার, আলী হোসেন বেপারী, মো: সেরালী তালুকদার, এছাড়াও উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি নেতা কালাম কাজী, উপজেলা কৃষকদল সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা মো: বজলুল ভূঁইয়া, আব্দুল হাই মেম্বার, জাকির মেম্বার, জব্বর কবিরাজ, মো: আমির হোসেস, রিটন বেপারী প্রমুখ।

চান্দগাঁও স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ম চট্টগ্রাম বু্যরো

চট্টগ্রাম মহানগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব হিসেবে জমির উদ্দিন নাহিদের নাম ঘোষণা করা হয়। শনিবার (১৫ ফেব্রম্নয়ারি) এই উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান চৌধুরী ও চান্দগাঁও থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন টিপুর নেতৃত্বে চান্দগাঁও থানা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

ল্যাংড়া তালেব গ্রেপ্তার

ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

র্

যাব-৯ সিলেটের অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ থেকে ডাকাতদলের মূল হোতা আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব গ্রেফতার হয়েছে। আবু তালেব জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে। শনিবার দুপুরে এসব তথ্য দেনর্ যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে