যশোরের অভয়নগরে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে বার্ষিক বনভোজন ও মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 'সোনালী অতীত ক্লাব'র আয়োজনে শনিবার দিনব্যাপী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। বার্ষিক বনভোজন ও মিলন মেলা উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি, আলোচনা সভা, প্রীতি ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা,র্ যাফেল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। সোনালী অতীত ক্লাবের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সহ-সভাপতি সুজিৎ কুন্ডু, সাধারণ সম্পাদক রেজওয়ান ফারাজী, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল ফারাজী, সহ-সাধারণ সম্পাদক রকনুজ্জামান বাদশাসহ ক্লাবের অন্য কর্মকর্তারা।