খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। এ সময় তারা হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
মঙ্গলবার সংগঠনের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, 'বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষার পবিত্র স্থানে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে উদ্ভূত সকল সমস্যার সমাধান সম্ভব ছিল।
সেখানে কোনো আলোচনায় না গিয়ে উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং পরবর্তীতে তার বাসভবনে হামলা করা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ।
আমরা এ হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকল পক্ষকে এগিয়ে আসতে হবে।'
এসময় তারা সরকারের কাছে কর্মক্ষেত্রে শিক্ষকদের প্রশাসনিক দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।