ঈশ্বরদী রেলওয়ে গেটের রেল লাইনের পাটাতন পরিবর্তনের ফলে রেলপারাপার থেকে গেটের পূর্ব এবং পশ্চিম পাড়ের সকল প্রকার যানবাহনের যাতায়াত বন্ধ থাকায় শহরের প্রধান প্রধান সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে। তীব্র এই যানজটের কারনে শহর জুড়ে জন ভোগান্তি পৌঁছেছে সর্ব্বোচ্চ শীর্ষে।
গত সোমবার রাত থেকে মঙ্গলবার এ সংবাদ লেখা পর্যন্ত রেলওয়ে গেটের পূর্বপারের সঙ্গে পশ্চিম পাড়ের সকল প্রকার যান চলাচল বন্ধ থাকতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রেলগেটস্থ লাইনের উপরের কার্পেটিংয়ের নিচে থাকা কাঠের অর্ধনষ্ট স্স্নিপারের পরিবর্তে পাথরের ঢালাই স্স্নিপার দেওয়ার জন্য লাইনের মধ্য খানের পাথর এবং বালি তুলে রাস্তার মাঝে বড় স্তূপ করে রেখেছে। সেই পাথর ও বালির কারনে লাইনের পূর্ব পাড়ের ৩ কিলো রাস্তা ও পশ্চিম পাড়ের প্রায় ২ কিলো রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহনে পরিপূর্ণ রয়ে গেছে। প্রধান সড়ক গুলোতে জ্যামের কারনে গাড়ি শহরের মধ্যকার রাস্তা প্রবেশ করার কারনে পুরো শহর জুড়ে যানযটের সৃষ্টি হয়েছে।
পশিবচমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ডিএন ২ বীরবল মন্ডল বলেন, এটি আসলে বাংলাদেশ রেলওয়ের মেইটেনেন্সের একটি নিয়মিত কাজ। কেননা কাঠের নষ্ট স্স্নিপারগুলো বদলে কংক্রিটের স্স্নিপার বসানো হচ্ছে। কাজ শেষে পুরো জায়গাতে কার্পেটিং করা হবে।