বাংলাদেশে দীর্ঘ ৬ বছর কারাভোগের পর ভারতে ফিরে গেছেন পাঁচ ভারতীয় নাগরিক। মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন।
বিলোনিয়ার মুহুরি ঘাট ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ৫ ভারতীয় নাগরিক ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলখানায় তিন থেকে ছয় বছর সাজা ভোগের পর ছাড়া পেলে মঙ্গলবার দুপুরে ফেনীর বিলোনিয়ার মুহুরি ঘাট সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে। এই সময় উভয় দেশের পুলিশ, বিজিবি এবং বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিলোনিয়া চেকপোষ্ট পুলিশ হেফাজতে থাকা ভারতীয় নাগরিক প্রদীপ ভিল বলেন কাজের সন্ধানে তিনি বাংলাদেশে গেলে বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ তাকে আটক করে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে দীর্ঘ ৬ বছর জেল খাটার পর নিজ দেশে ফেরত যাচ্ছেন।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের ৩ থেকে ছয় বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল। তবে কারাদন্ডের মেয়াদ শেষ হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে তারা নিজ দেশে ফেরত যাচ্ছেন।
ভারতীয় নাগরিকরা হলেন- ভারতের মিজুরাম রাজ্যের মাসিক থানার ফুলভাঙছি গ্রামের জ্যাকব পাংখোরার ছেলে সেলসন পাংখোরা। একই রাজ্যের জটলাং থানার ফুল ভাঙছি গ্রামের ব্যাকতি পাংখোয়া ছেলে চুপা পাংখোয়া।
ত্রিপুরা রাজ্যের সাবরুম থানার দত্ত মোহন ত্রিপুরার ছেলে অনন্ত ত্রিপুরা, ত্রিপুরা রাজ্যের রাজনগর থানার ন্যাপেন নগর গ্রামের মানিন্দ্র ভিলার ছেলে বিনয় ভিল ত্রিপুরা রাজ্যের রাজনগর থানার ন্যাপেন নগর গ্রামের নব ভিলের ছেলে প্রদীপ ভিল।
এ সময় উপস্থিত ছিলেন মজুমদার হাত বিজেবির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আব্দুর রশিদ, ভারতের বিলোনিয়ার বিএসএফের ইন্সপেক্টর আনান সিং কারকি, পরশুরাম থানার ওসি তদন্ত মাকসুদ আহমদ, বিলোনিয়া ইমিগ্রেশনের উপ পরিদর্শক (এস আই) মো. রাকিব উদ্দিনসহ দুই দেশের কর্মকর্তারা।
পরশুরাম থানার ওসি নুরুল হাকিম জানান, দীর্ঘদিন কারা ভোগের পর জেল থেকে ছাড়া পেয়ে আইনি প্রক্রিয়ায় বিলোনিয়া চেকপোস্ট দিয়ে পাঁচ ভারতীয় নাগরিককে ভারতের ফেরত পাঠানো হয়েছে।