'শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা' এই প্রতিপাদ্যে উজ্জীবিত হয়ে খাগড়াছড়ি, পঞ্চগড় এবং জামালপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫ তম জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি ও দীঘিনালা প্রতিনিধি জানান, মঙ্গলবার খাগড়াছড়ি জেলা সদরের টাউন হলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট কার্যালয় এ সমাবেশের আয়োজন করে। খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। প্রধান আলোচক ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন শাখা অধিনায়ক খাগড়াছড়ি (ডিজেএফআই) কর্ণেল আব্দুলস্নাহ মো. আরিফ, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার (বিজিবি) কর্ণেল আব্দুল মোত্তাকিম, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, মানিকছড়ি আনসার ব্যাটালিন পরিচালক সাজেদুর রহমান, যুগ্ম পরিচালক খাগড়াছড়ি (এনএসআই) নাছির মাহমুদ গাজী প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে জেলা সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ। পরে সরকারি অডিটোয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ও সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুর জেলা কমান্ড্যান্টের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর শিল্পকলা একাডেমী মিলনায়নে সমাবেশে জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়াও বক্তব্য রাখেন ৩২ আনাসার ব্যাটালিয়নের পরিচালক সরোয়ার জাহান চৌধুরী, ২৬ আনাসার ব্যাটালিয়নের পরিচালক আছলাম সিকাদার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জামালপুর জেলা কমান্ড্যান্ট জে.এম এমরান প্রমুখ।