নওগাঁর বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দিনাজপুরের ফুলবাড়ী কুখ্যাত ডাকাতসহ ১২ জন, খুলনার ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ১০ জন দিনাজপুরের ঘোড়াঘাটে আ.লীগের বর্তমান ও সাবেক সভাপতি এবং ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে এক কলেজছাত্রীকে তার বোনের বাড়ি থেকে অপহরণ চেষ্টার অভিযোগে ৫ নারীসহ ১০ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় উপজেলার বনপাড়া পৌরশহরের ছাতিয়ানগাছা এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সরল মুরমু ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, গোদাগাড়ী এলাকার ওই কলেজছাত্রী সম্প্রতি বোনের বাড়ি ছাতিয়ানগাছায় বেড়াতে আসেন। তিনি স্থানীয় গোদাগাড়ী এললাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। কলেজের যাতায়াতের সময় শফিউল ইসলাম (২৮) এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে হয়রানি করছিলেন। সেই হয়রানির থেকে রক্ষার জন্যই বোনের বাড়িতে আসা। মঙ্গলবার বিকেলে তার দুই বান্ধবী গোদাগাড়ী থেকে আসেন ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে। আর এদিকে শফিউল ওই ছাত্রীকে অপহরনের উদ্দেশে ওই দুই বন্ধবীসহ ১০ জন একটি মাইক্রোবাস নিয়ে আসেন।
তারা বোনের বাড়ির অদুরে অপেক্ষা করে আর দুইজনকে বাড়িতে পাঠায়। তাদের নাস্তা করিয়ে সড়কে বিদায় দিতে আসলে অন্যরা তাকে ধরে মাইক্রোতে তুলে ফেলেন। পরে তার চিৎকারে স্থানীয়রা মাইক্রোসহ চক্রের সবাইকে আটক করে পুলিশে খবর দেয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবর রহমান বলেন, এ ব্যাপারে মাইক্রোবাসসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মোস্তাকিমসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতভর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, মঙ্গলবার রাতভর অপারেশন ডেভিল হান্টে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মোস্তাকিমসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ডাকাত সদস্যের বিরুদ্ধে ইতিপুর্বে ১৪টি চুরি-ডাকাতি মামলা রয়েছে। বাকিদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে জানান। তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুল ইসলাম(৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাকে মধুগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক।
থানা অফিসার ওসি মাসুদ রানা জানান, ১৯ ফেব্রম্নয়ারী রুদাঘরা এলাকার একটি নাশকতা মামলার প্রধান আসামী গাজী তৌহিদুল ইসলাম। তাকে তার বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তৌহিদ গাজী সোনাডাঙ্গা থানায় আলোচিত অপহরণ ও ধর্ষন মামলার অন্যতম আসামি। অপরদিকে মাগুরাঘোনা, আটলিয়া ও মাগুরখালী ইউনিয়ন এলাকায় বিভিন্ন সময় চুরি হওয়া ৩টা পানির পাম্প ও ১টি টেলিভিশন উদ্ধারসহ ৯ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চোরেরা হলেন- কাঠালিয়া গ্রামের সবুজ সানা, নিরব বাছাড়া, পাতিবুনিয়া গ্রামের অয়ন ঢালী, চাকুন্দিয়া গ্রামের নাজমুস সাকিব ও রনি গাজী, নোয়াকাটি গ্রামের ইব্রাহিম খলিলুলস্নাহ, দক্ষিন আরশনগর গ্রামের তন্ময় জামান তাসিম, রাশেদুল পাড় ও শাওন শেখ। চুরি ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান (৬৫) ও একই ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম(৬০)।
বুধবার উপজেলার বুলাকীপুর ইউনিয়নের নিজ গ্রাম সালিকাদহ থেকে আব্দুর রহমানকে ও উত্তর-দেবীপুর থেকে মো. রফিকুল ইসলাম গ্রেপ্তার করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৪ আগস্ট ঘোড়াঘাট পৌরসভার বাসস্ট্যান্ডে ছাত্র জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানোর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরে ভাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের একটি আমবাগান ও কাউলিবেড়া ইউনিয়নের পরারন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
থানার উপ পরিদর্শক মশিউর রহমান জানান, উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল গ্রামের একটি আমবাগান থেকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রাজু মৃধা (২৪) নামক এক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে।
অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরারন গ্রাম থেকে রাসেল চোকদার (২৬)নামক এক মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পরারন গ্রামে।
থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। বুধবার তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।