ফসলের ন্যায্যমূল্যসহ নানা দাবিতে পাঁচ জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল, পিরোজপুর, নরসিংদী, নেত্রকোনার বারহাট্টা ও পটুয়াখালীর গলাচিপায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলসহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ক্রমবর্ধমান যৌন নিগ্রহ ও নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যৌন নিগ্রহকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মাননবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব আহমেদ শেরসা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আল আমিন সিয়াম, যুগ্ম-সদস্য সচিব সেজান আহমেদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, গুম, খুন, নির্যাতন, ক্ষমতার অপব্যাবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যদের ভূমি দখল, সরকারি সম্পত্তিতে ইটভাটা স্থাপন, ঠিকাদারী সিন্ডিকেটসহ নানা অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হয়রানি-নির্যাতনের শিকার জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণসম্পাদক ইফতেখার আহমেদ রনি, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম আকন রেজা, মো. হাফিজ, মো. রুস্তুম, ইসমাইল ও মো. রফিকুল।
নরসিংদী প্রতিনিধি জানান, 'যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেন বিপন্ন' এ স্স্নোগানে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে কৃষক ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কৃষকরা ১০টি দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো- কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বীজ, সার কিটনাশক সিন্ডিকেট মুক্ত করা, প্রতি উপজেলাতে কোল্ডস্টোরেজ ব্যবস্থা, ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি ঋণ ও সুদ মওকুফের ব্যবস্থা করা, বয়স্ক, পঙ্গু, অসহায় কৃষকদের কৃষক ভাতা এবং পেনশন চালু করা, উপজেলা পর্যায়ে কৃষক বাজার তৈরি করে সরাসরি ভোক্তার কাছে মালামাল বিক্রির ব্যবস্থা করা, উৎপাদন খরচ কমাতে বিনামূল্যে কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা, কৃষি পণ্য চলাচলে রেল বগি বরাদ্দ ও টোল প্রথা বিলুপ্ত করা, কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ফসল ভিত্তিক লোন ব্যবস্থা চালু করা ও প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের জন্য কৃষি বিমা চালু করা।
এসময় বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদ নরসিংদী জেলা শাখার আহবায়ক অলিউলস্নাহ ভূঞা, রায়পুরা উপজেলার আহবায়ক আলী হোসেন, শিবপুর উপজেলার আহবায়ক শহিদুল ইসলাম, আইয়ুবপুর ইউনিয়নের আহবায়ক আতিকুর রহমান আতিক, আমিরগঞ্জ ইউনিয়নের আহবায়ক মাইন উদ্দিন ভূইয়া প্রমুখ।
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবিতে বারহাট্টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ। বৃহস্পতিবার বারহাট্টা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের বারহাট্টা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদস্য, তপন চৌধুরী, আব্দুস সালামসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকরা।
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপায় যুব সমাজকে মাদক ও জুয়ার করাল গ্রাস থেকে মুক্ত করতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াত নেতা শহিদুল ইসলাম, বিএনপি নেতা নিয়াজ মাহমুদ নকিব, সমাজ সেবক মিজানুর রহমান, বিএনপি নেতা জামাল মোলস্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুল হান্নান, গণঅধিকার পরিষদের সোহাগ চৌকিদার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি তাওহীদুল ইসলাম তাওহীদ, সেক্রেটারি কাজী খাইরুল হাসান ও গলাচিপা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম।