মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
বৃদ্ধাসহ তিন জেলায় আরও ৩ মরদেহ উদ্ধার

রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃতু্য
রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃতু্য

রাঙামাটির রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃতু্য হয়েছে। অন্যদিকে, জামালপুরের সরিষাবাড়ীতে ধানক্ষেতে কিশোরের, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃদ্ধা ও ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃতু্য হয়েছে। তার নাম উসচিং মারমা (৪৫) বৃহস্পতিবার সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃত ক্যাও মারমার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, সকালে ঘর থেকে বের হয়ে ক্ষেতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরে সরিষাবাড়ীতে নানার সঙ্গে ওরশ শরীফে এসে মমিনুল ইসলাম মমিন (১৮) নামে এক কিশোরের মৃতু্য হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর এলাকার একটি ধানক্ষেত থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত মমিন পার্শ্ববর্তী টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার মুর্শুদ্দি ইউনিয়নের বড় ঝোকনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। এঘটনায় নানা মোহাম্মদ আলী বলেন, 'রাতে মাজারে গিয়ে হঠাৎ পাশ থেকে মমিন হারিয়ে যায়। পরে সকালে জানতে পারি ঝিনাই নদীর পাড়ে ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। গিয়ে দেখি মমিনের লাশ। সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বিধবা বৃদ্ধা মহিলার আত্নহত্যা করার খবর পাওয়া গেছে। গত বুধবার শ্রীমঙ্গল পৌরসভার ৪নং ওয়ার্ডের পূবার্সা আবাসিক এলাকার দিলীপ সাহার ভাড়াটিয়া মৃত মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের স্ত্রী ও বাপ্পা দত্তের ৬০ বছর বয়সী বৃদ্ধা মা স্বপ্না দত্ত ঘরের তীরে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন। তিনি বাসায় একাই ভাড়া থাকতেন। বৃদ্ধার একমাত্র ছেলে বাপ্পা দত্ত পরিবার নিয়ে রুপসপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে আলাদা থাকেন।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গ থেকে লাশ ময়না তদন্ত শেষে শ্রীমঙ্গল নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় বৃদ্ধা মহিলার পরিবার একটি অপমৃতু্য মামলা দায়ের করেছে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের দিনে বরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহরের জগথা মহলস্নার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জগথা মহলস্নার মৃত মোস্তফা আলমের ছেলে আরিফ ইসলামের সঙ্গে সদর উপজেলার চিলারং গ্রামের জনৈক ব্যক্তির কন্যার পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বিকালে বর বেশে নববধূ আনতে যাওয়ার কথা ছিল আরিফের। কিন্ত তার আগেই ভোর রাতে বাড়ির পাশে জনৈক আজিজের আম বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

আরিফের বোন রনি আক্তার বলেন, তার মতামত নিয়েই বিয়ে ঠিক করা হয়েছিল। রাতে বাড়িতেই ছিল তার ভাই। খাওয়া-দাওয়া শেষে বাড়ির নিজ ঘড়েই ঘুমান তার ভাই। ভোর রাতে ভাইকে ঘড়ে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে এক পর্যায়ে পাশ্বের আমবাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কি কারণে তার ভাই এমনটা করলেন-এটা তিনিও ভাবতে পারছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে