মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কালীগঞ্জে চাকরি মেলা, প্রশিক্ষিতরা পেলেন চাকরি উদ্যোক্তরা ঋণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কালীগঞ্জে চাকরি মেলা, প্রশিক্ষিতরা পেলেন চাকরি উদ্যোক্তরা ঋণ
গাজীপুরের কালীগঞ্জে চাকরি মেলা ঘুরে দেখছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মী -যাযাদি

গাজীপুরের কালীগঞ্জে বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বেসরকারি সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে এবং ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) অর্থায়নে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের ইএসডিও্থর কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মী।

এছাড়া অন্যদের মধ্যে ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা সাব্বির আহমেদ, ইএসডিও'র শাহরিয়ার মাহমুদ, এএসএম রাজিউল ইসলাম, কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ঈসমাইল ভূঁইয়াসহ ইএসডিও'র অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, প্রশিক্ষিতপ্রাপ্ত সহাস্রাধিক চাকরি প্রত্যাশী ও উদোক্তা নারী উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইএসডিও থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশী, প্রশিক্ষিতপ্রাপ্ত উদ্যোক্তা হতে আগ্রহী সহাস্রাধিক নারী মেলায় নিবন্ধন করেন।

নিবন্ধিত সকল নারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ।

পরে প্রশিক্ষিত শতাধিক নারীকে ১১টি প্রতিষ্ঠানে চাকরি প্রদান করা হয়। অন্যদিকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ২০-৫০ হাজার টাকা ঋণ ব্যবস্থাসহ বিভিন্ন সহযোগিতা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে