রংপুরের মিঠাপুকুরে আদালতের আদেশ অমান্য করে রাতের আঁধারে মৎস্য খামারের মাছ হরিলুট এবং চার শতাধিক আম কাছ কর্তণের অভিযোগ উঠেছে ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমিনুল ইসলাম বুলবুল এবং তার ভাড়াটে লোকজনের বিরুদ্ধে। এতে প্রায় আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি খামারের মালিকের। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রম্নয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ০৮ নং চেংমারী ইউনিয়নের ফকিরের হাট এলাকায় প্রথমে আমগাছ কর্তণ এবং দিবাগত রাতে বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করে মাছগুলো হরিলুট করা হয়। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুকুর বিদ্যালয়ের। সেখানে গাছ লাগার অধিকার কারো নেই। এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।