ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের একটি অফিস কক্ষে ভোররাতে এসি বিস্ফোরণে একজন অফিস সহায়কের মৃতু্যর খবর জানিয়েছে পুলিশ। শুক্রবার ভোররাতের এ ঘটনায় আরেকজন গাড়িচালকও আহত হয়েছেন। হতাহত দুজনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিয়ামের কর্মী।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ভোর ৩টা ৩৪ মিনিটে ফোন পেয়ে তাদের তেজগাঁও স্টেশন থেকে দুটো ইউনিট সেখানে যায়। ভোর সোয়া ৪টার দিকে তারা আগুন নেভায়।
বিয়ামের ওই স্থাপনায় বিভিন্ন দপ্তরের পাশাপাশি মিলনায়তন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের থাকার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দশ তলা ভবনের পাঁচ তলায় বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির একটি অফিস কক্ষে আগুন লাগে। বৈদু্যতিক গোলোযোগ থেকে সেখানে এসিতে আগুনের সূত্রপাত হয় বলে খালেদা ইয়াসমিন জানান।
নিহত অফিস সহায়ক আব্দুল মালেক খান (৪০) বিয়ামের একটি কক্ষেই থাকতেন। আহত গাড়িচালক মো. ফারুকের (৪০) অবস্থা গুরুতর নয়।