সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রাম নগরের 'রোড শো' করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরের নিউমার্কেট মোড়ে এর আয়োজন করে বিআরটিএ চট্টগ্রাম।
রোড শোতে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) সৈয়দ আইনুল হুদা চৌধুরীসহ বিআরটিএ চট্টগ্রাম বিভাগের চট্ট মেট্রো-১ ও ২ সার্কেল এবং চট্টগ্রাম জেলা সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীরা।
রোড শো-তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পস্ন্যাকার্ডের সঙ্গে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের উদ্দেশে বিভিন্ন ধরনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও সড়ক শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের ১১ ও ১৩ আদালতের ২টি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়ার নেতৃত্বে ৭টি মামলায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমার নেতৃত্বে চারটি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।