পবিত্র মাহে রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্য স্বল্প মূল্যে ভোক্তাদের পরিসেবা দিতে প্রশাসনের উদ্যোগে ফরিদপুরে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে। রোববার ফরিদপুর শহরের লাভলু সড়কে সদর উপজেলা পরিষদের সহায়তায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে এ বাজার অনুষ্ঠিত হচ্ছে। রমজান মাস জুড়ে এই বাজারে ভোক্তাদের জন্য স্বল্প মূল্যে ২৩টি পণ্য সরবরাহ করা হবে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত ক্রেতাদের জন্য বাজারটি উন্মুক্ত থাকবে। নিত্য পণ্যের পাশাপাশি বিকালে ইফতারের আয়োজনের ব্যবস্থা।
রমজানের এই স্বল্পমূল্যের বাজারটি উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোলস্না। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস,সহকারি কমিশনার ফজলে রাব্বিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।