সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

তিতাসে শৃঙ্খলাভঙ্গের অপরাধে জাসাসের দুই নেতাকে শোকজ

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৫, ০০:০০
তিতাসে শৃঙ্খলাভঙ্গের অপরাধে জাসাসের দুই নেতাকে শোকজ

কুমিলস্নার তিতাসে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে উপজেলা জাসাসের আহ্বায়ক সামির হোসেন ও যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শনিবার রাতে কুমিলস্না (উত্তর) জেলা জাসাসের সদস্য সচিব এসএম মিজানের স্বাক্ষরিত চিঠিতে এ শোকজ প্রদান করা হয়। আগামী ৩ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া এর সত্যতার নিশ্চিত করেছেন।

কারণ দর্শানো নোটিশ সূত্রে জানা যায়, উপজেলা বাতাকান্দি বাজারে অবৈধ ড্রেজিং ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও জাসাসের নিয়ম শৃঙ্খলা বর্হিরভূত অপরাধযোগ্য কাজ হিসেবে বিবেচিত হওয়ায় উপজেলা জাসাসের আহ্বায়ক মো. সামির হোসেন এবং উপজেলার জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি ভূঁইয়ার বাজারে বিএনপির কার্যালয় সঙ্গবদ্ধভাবে ভাংচুর, দলীয় প্রধানের ছবি ভাংচুরের অপরাধে মামলা রুজু হওয়ায় উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মুন্সীকে ৪ মার্চের মধ্যে নোটিশের জবারের জন্য নির্দেশ দেওয়া হয়।

এবিষয়ে উপজেলা জাসাসের আহ্বায়ক মো. সামির হোসেন বলেন, 'আমরা উভয়ে চিঠি পেয়েছি। একটু ভুল বোঝাবুঝি হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি এর জবাব জেলা কমিটিকে পাঠাব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে