দাউদকান্দিতে আইনের লোক বলে প্রবাসীর বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার জিংলাতলী গ্রামের পশ্চিমপাড়া মুকবুল হাজীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই সাইদুল ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতরা নগদ এক লাখ ৬৫ হাজার টাকা, তিন হাজার দুবাইয়ের দিরহামসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি পরিবারের।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিংলাতলী গ্রামের প্রবাসী হাজী মকবুল হোসেনের বাড়িতে আইনের লোক পুলিশ বলে দরজা খুলতে বলে। মকবুল হোসেন দরজা খুললে অস্ত্রধারী মুখোশ পরা ডাকাতদল তার ও তার স্ত্রীর গলায় রামদা ধরে হাত-পা বেঁধে ফেলে। এরপর পাশের রুমে থাকা দুবাইপ্রবাসী ছেলে সাকিলকে অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা ঘরে আলমারি ভেঙে নগদ এক লাখ ৬৫ হাজার টাকা, তিন হাজার দুবাই দিরহাম, তার স্ত্রীর গলার চেন, কানের দুল এবং তার পুত্রবধূর দুই ভরি স্বর্ণের জিনিসসহ দুটি দামি মোবাইল ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রে এসআই সাইদুল ইসলাম বলেন, 'ডাকাতির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'