কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন (ইউএনও) ও অবৈধ ইট ভাটার মালিক পক্ষের মধ্যে গত ২দিন ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার দুপুর থেকে বিকাল পর্ষন্ত ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ ৫টি ইট ভাটা বন্ধ করে দেয় এবং ২টি ইট ভাটার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। অপর দিকে মঙ্গলবার ভেড়ামারার স্থানীয় বাসস্টান্ডে ইট ভাটার মালিক ও শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বরাবর স্মারক লিপি প্রদান করেন। ভেড়ামারা ইউএনও রফিকুল ইসলাম বলেন, উপজেলায় ৪৪টি ইটভাটা রয়েছে। এদের মধ্যে ৩০টিতে হাইকোর্টের রিটপিটিশন কার্যক্রম চলমান রয়েছে। ৩টি ভাটার লাইসেন্স আছে। ১১টির কোন কাগজপত্র নেই। তার মধ্যে ৫টিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ২ ভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে অভিযানে বাকি অবৈধ ইটভাটাগুলোকে বন্ধ করা হবে।
ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল বলেন, 'ভেড়ামারা উপজেলার ইট প্রস্তুত মালিক ইট প্রস্তুত করার জন্য শ্রমিকদের অগ্রিম টাকাসহ ট্রেড লাইসেন্স, বাণিজ্যিক কর, আয়কর ও ভ্যাট পরিশোধ করে আসছি। ভেড়ামারা উপজেলায় প্রায় ১৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। আমরা ২ মাসের সময় চেয়েছি। এর মধ্যে প্রশাসন যদি কোন ইট ভাটায় অভিযান চালিয়ে ক্ষতি করে তাহলে আমরা আন্দোলনে নামব।'