রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা পয়তালিস্নশ নাম্বার মামলার এজাহারভুক্ত আসামি ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেককে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বৃহস্পতিবার সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির জানান গত বুধবার রাতে ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে মিরপুর-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মোট চারটি হত্যা মামলা রয়েছে। এম এ মালেক ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।

গ্রেপ্তার আসামি এম এ মালেককে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে