লক্ষ্ণীপুরের রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার ৫টিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত দুই ধরে পরিচালিত অভিযানে এসব ইটভাটার মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় কোনো কাগজপত্র না থাকায় চিমনিসহ ইটভাটা গুলোর ভাটা ও কাঁচা ইট এস্কেলেটর (ভেকু) মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া ইটভাটার কার্যক্রম দৃশ্যমান না থাকায় ভবিষ্যতেও কার্যক্রম বন্ধ রাখবেন মর্মে মালিকের কাছ থেকে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে।
উপজেলার চর রমিজ ইউনিয়নে ২৩ টিসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৫০টি ইটভাটা রয়েছে। অভিযানে ধ্বংস করা ইটভাটাগুলো হচ্ছে চর নেয়ামত গ্রামের মোহাম্মদ আলীর পান্না ব্রিকসকে নগদ ২ লাখ টাকা জরিমানা আদায় চর আফজল গ্রামের তাহের বিশ্বাসের ৪ স্টার ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, চর আলগী গ্রামের মেসার্স এ টি সি ১ ও ২ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা, এবং একই এলাকার আলস্নাহ দান মালিক না পাওয়ায় ফিল্ড মাঝিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।