রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সিলেটে অটোরিকশা যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

সিলেট অফিস
  ০৭ মার্চ ২০২৫, ০০:০০
সিলেটে অটোরিকশা যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

সিলেট মহানগরে দিন-দুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে দু'জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন জনতা। বৃহস্পতিবার আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মহাগরের আখালিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশানযোগে আম্বরখানা যাচ্ছিলেন এক ব্যবসায়ী। অটোরিকশাটি ছিলো ছিনতাইকারী চক্রের। আম্বরখানার কাছাকাছি স্থানে ওই ব্যবসায়ীকে ছিনতাইয়ের চেষ্টা করা হলে তিনি চিৎকার শুরু করেন। এসময় পথচারীরা এগিয়ে এসে দুজন ছিনতাইকারীকে আটক করেন। তবে দুই ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসলে দুই ছিনতাইকারীকে তাদের কাছে সোপর্দ করেন জনতা।

দুই ছিনতাইকারী আটকের বিষয় নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে