ঢাকার কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের অভিযানে সাড়ে তিন মেট্রিকটন জাটকা ও অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী সেতু টোল পস্নাজা এলাকায় তলস্নাশি চালিয়ে বাস-ট্রাক থেকে এসব জাটকা ও চিংড়ি জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টা থেকে ২ টা পর্যন্ত মৎস্য অফিস অভিযান চালিয়ে ১টি ট্রাক ও ৩টি বাসে তলস্নাশি করে সাড়ে তিন মেট্রিকটন জাটকা ও বিষাক্ত জেলি পুশ চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। জব্দকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।