রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ডুয়েটে ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
ডুয়েটে ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশন অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশনত্ম২০২৫ (আইটিআরসিত্ম ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত এ রিসার্চ কম্পিটিশনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি ছিলেন উপত্মউপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ও বিজিমএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আইয়ূব নবী খান।

অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জাপানের ফুকই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কোজি নিকানে এবং অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাহিদ।

অধ্যাপক ড. কোজি নাকানে এবং অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসার ডুয়েটে আগমন উপলক্ষে সোসাইটি অব টেক্সটাইল রিসার্চ এন্ড ইনোভেশন বাংলাদেশ (এসটিআরআইবি) এর সহায়তায় ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইনোভেটিভ টেক্সটাইল রিসার্চ কম্পিটিশনত্ম২০২৫ আয়োজন করে। এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ক গবেষকগণ তাদের গবেষণা প্রবন্ধ জমা দেন। এসব গবেষণা প্রবন্ধের মধ্য থেকে সেরা তিন গবেষককে পুরস্কৃত করা হয়; আর এ শ্রেষ্ঠ তিন গবেষক নির্বাচনের কাজটি অধ্যাপক ড. কোজি নাকানে এবং অধ্যাপক ড. হিরোগাকি কাজুমাসা সম্পন্ন করেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মো. জাকারিয়া। উদ্বোধনী পর্বের পরে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে