গাজীপুরের শ্রীপুরে চাঁদাবাজির ঘটনায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার অনলাইন প্রতিনিধি মোজাহিদকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শ্রীপুর থানার মোড়ে এ মানববন্ধন করেছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রতিনিধিরা। এরআগে, বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরের কলেজ ছাত্রদল নেতাকর্মীসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা মোজাহিদকে টার্গেট করে হত্যা ও মানহানিকর স্স্নোগান দেয়। যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ক্ষোভের সৃষ্টি করে।
মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরের গণমাধ্যমকর্মীরা দোষীদের দ্রম্নত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এসময় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। পরে তারা শ্রীপুর থানার তদন্ত পরিদর্শকের সঙ্গে মামলার বিষয়ে কথা বলেন।