রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নিশ্চিতে আইন প্রণয়নের দাবি

যাযাদি রিপোর্ট
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নিশ্চিতে আইন প্রণয়নের দাবি

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নিশ্চিত করতে আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করাসহ ১৫ দফা দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও আওয়াজ ফাউন্ডেশন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস কাবের সামনে আয়োজিত এক যৌথ সমাবেশ ওর্ যালি থেকে এসব দাবি জানায় সংগঠন দুটি।

সমাবেশে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বলেন, 'অর্থনৈতিক মুক্তি অর্জনের একমাত্র উপায় হলো নারী-পুরুষের সমতা ও কাজের মর্যাদা। নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিত করে, নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা টেকসই শিল্প গড়ে তুলবো।'

আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার বলেন, 'সর্বপ্রথম নারী শ্রমিককে তাদের শ্রমের মর্যাদা দিতে হবে। কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করাসহ নারী-পুরুষের সহ-অবস্থান প্রতিষ্ঠা করা জরুরি। বৈষম্যহীন কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে