মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শেরপুরে সড়কে জীবাণুনাশক স্প্রে

শেরপুর প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২০, ০০:০০
শেরপুরে সড়কে জীবাণুনাশক স্প্রে

শেরপুরে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি জীবাণুনাশক পানি ছিটানোসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বুধবার দুপুরে পৌরশহরের বিভিন্ন সড়কে এ কার্যক্রম শুরু করেন পৌরমেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ সময় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন এ কে এম আব্দুর রউফ, ডা. মোবারক হোসেন প্রমুখ।

এদিকে শহরে অবাধ জনযাতায়াত ও ভিড় ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ। শহরের নিউমার্কেট, নয়ানীবাজার, স্টেডিয়াম মার্কেট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং মোড়গুলোতে সচেতনতা অভিযান চালায় পুলিশ। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম।

এছাড়া শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম শেরপুরের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে বিনামূল্যে বিতরণের জন্য মাস্ক ও লিফলেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল-মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে