সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দাগনভূঞায় গাছের চারা বিতরণ

মোয়াজ্জেম হোসেন মালদার
  ১১ মে ২০২৪, ০০:০০
দাগনভূঞায় গাছের চারা বিতরণ
গাছের চারা বিতরণের পূর্বে দাগনভূঞার বন্ধুদের ফটোসেশন

আসছে বর্ষা মৌসুম, গাছের চারা লাগানোর উপযুক্ত সময়। প্রকৃতি বাঁচলে জীবন বাঁচবে। গাছ মানুষসহ সব প্রাণীকে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে, আবার নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। একটি পূর্ণাঙ্গ গাছ শুধুমাত্র অক্সিজেনই দিচ্ছে না ফল, ফুল, ছায়া শীতল পরিবেশসহ আসবাবপত্র ও জ্বালানি সরবরাহ করছে। কাজেই বহুবিদ উপকার করছে এ গাছ। সার্বিক দিক বিবেচনায় রেখে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা উদ্যোগ নেয় গাছের চারা বিতরণ করার জন্য। ৯ মে বৃহস্পতিবার আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ জুয়েলের তত্ত্বাবধানে ও ফ্রান্সে বসবাসরত ফ্রান্স ফেনী সমিতির সভাপতি বাবু ভূঞার সহযোগিতায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। ফাজিলেরঘাট রোডের হুমায়রা মেডিকেল হলের সামনে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন আহমেদ হিমেল, মো. আবুল হোসেন, একে এম সায়েম সোহেল, সদস্য সচিব মো. ইমাম ইউসুফ, যুগ্ম সদস্য সচিব নবিউল হক খাঁন, আলা উদ্দিন আল হাসান, খালেদা শিমু, দিলিপ কুমার দাস, ইসমাইল ভূঁইয়া ফোরকান, মো. ইউসুফ হারুন, আবদুল মুনাফ পিন্টু, তবারক হোসেন সোহেল, শাহ আলম, নুর হোসেন, নাজমুল হাসান শুভ, হাসান ইমাম, মো. আসিমুন হক, মাহবুব হোসেন, সোহেল, গোলাম নবি শিপন, নাসির উদ্দিন, ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদারসহ অনেকেই।

আগামীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, জনসম্পৃক্ত কল্যাণে কাজ করার জন্য দৃঢ় মনোভাব প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান কমিটির বন্ধুরা।

1

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম দাগনভূঞা, ফেনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে