'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- এ স্স্নোগানকে সামনে রেখে পাঠকপ্রিয় দেশের স্বনামধন্য দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক, পাঠক, শুভানুধ্যায়ীদের সংগঠন গাজীপুর মহানগরের টঙ্গী শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- টঙ্গী উন্নয়ন কেন্দ্রের সভাপতি সিনিয়র সাংবাদিক অলিদুর রহমান অলি। গত বুধবার ২০ নভেম্বর বুধবার রাতে লেসন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবক মো. হারুনর রশীদ, লেসন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রফিকুল ইসলাম বাবু ও অক্সফোর্ড কলেজের পরিচালক সৈয়দ শামসুদ্দেহা।
সাংবাদিক অলিদুর রহমান অলি বলেন, সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে এবং তিনি কিছু দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় মাহবুবুর রহমান জিলানী তার বক্তব্যে বলেন, ফ্রেন্ডস ফোরাম সংগঠনের মাধ্যমে সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে মানুষের সেবায় অংশগ্রহণ করা যাবে। সামাজিক, মানবিক কাজে সংগঠনের সবাই একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক. মো. মাহবুবুর রহমান জিলানী, যুগ্ম আহ্বায়ক : মো. শামিম রেজা, কাজী কেয়া ও রাকিব হোসেন বাপ্পু; সদস্য সচিব:মির্জা নাদিম; যুগ্ম সদস্য সচিব:নূরুল আমিন বাপ্পি ও সুমি আক্তার; সম্মানিত সদস্য:এস এম কামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. জিলস্নুর রহমান, মো. মিজানুর রহমান, নাহিদা ইসলাম ইয়াসমিন, খাদিজা আক্তার মৌমি, আফসানা সোমা, অ্যাডভোকেট সানজিদা আক্তার, কনফিডেন্স স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রেন্সিপাল ইসরাত জাহান, মো. মেহেদী হাসান, আবু সায়েম, মো. আকিবুর রহমান রাকিব, ফখরুদ্দিন নাফিস, মো. ইসরাফিল খান শাহিদ ও মনোয়ার হোসাইন সিনা।
সম্মানিত উপদেষ্টা সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মো. মহসীন আলী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ খুরশীদ আলম, আল হেলাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উলস্নাহ।
আহ্বায়ক
ফ্রেন্ডস ফোরাম টঙ্গী, গাজীপুর মহানগর।