মাদারীপুর জেলার শিবচর উপজেলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার উদ্যোগে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ নভেম্বর সন্ধ্যায় শিবচর হাইওয়ে থানায় বিদায়ী ওসি শাকিল আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার বন্ধুরা।
এসময় উপস্থিত ছিলেন- যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবচর শাখার উপদেষ্টা আবুল খায়ের খান, যায়যায়দিন প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা এস.এম. দেলোয়ার হোসাইন, সদস্য আব্দুল আজিজ, মো. রাহাত হোসেন, রাকিবুল ইসলাম রকি, সাইদুর রহমান, মো. ইমরান, রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বন্ধুরা ওসি শাকিল আহমেদের সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সংবর্ধনায় বক্তারা বলেন, ওসি শাকিল আহমেদ একজন উদার মনের মানুষ। খুব স্থির ও ধৈর্যশীল একজন মানুষ। সব সময় জনগণের সেবক হিসেবে এই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
ওসি শাকিল আহমেদ বলেন, 'আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। হাইওয়ে থানায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিকদের অনেক রকমের সহায়তা পেয়েছি। কাজ করতে গিয়ে হয়তো কারও বিরাগভাজন হয়েছি। তাই নিজের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে ক্ষমা করে দিবেন।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম শিবচর, মাদারীপুর।