বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট গত ২৭ মার্চ ২০২২ তারিখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য 'ফাইন্যান্সিয়াল লিটারেসি গাইডলাইন' তথা আর্থিক সাক্ষরতা নির্দেশিকা' প্রণয়ন করে। ২০২৩ সালের মার্চ মাসে সর্বপ্রথম 'অর্থিক সাক্ষরতা দিবস' পালন করা হয়। নাগরিকদের অর্থ ও এর ব্যবহার সংক্রান্ত জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, সঞ্চয়ের মনোভাব গড়ে তোলা, বিনিয়োগ, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনার কৌশলগত দিকগুলো আয়ত্তে আনা এবং আর্থিক খাতে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার বিষয়গুলোই তুলে ধরা হয়েছে এই আর্থিক সাক্ষরতা নির্দেশিকায়। প্রতি বছর মার্চ মাসের প্রথম সোমবার 'আর্থিক সাক্ষরতা দিবস' পালন করা হয়ে থাকে। এ বছরের ৩ মার্চ দিবসটি পালন করা হয় আর এ বছরের প্রথমার্ধের জন্য দিবসটির থিম নির্ধারণ ছিল, 'আর্থিক খাতে অংশগ্রহণ, নারীর অধিকার।' আর্থিক সাক্ষরতা নির্দেশিকায় অর্থসংক্রান্ত উলিস্নখিত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য অন্যতম টার্গেট গ্রম্নপ হিসেবে চিহ্নিত করা হয়েছে গৃহিণী ও কর্মজীবী নারীদের। নারী উদ্যোক্তাদের জন্য দেশের প্রতিটি ব্যাংকেরই রয়েছে কিছু বিশেষ ঋণ কার্যক্রম। সহজ শর্তে এবং স্বল্প সুদে নারী উদ্যোক্তারা এসব ঋণসুবিধা গ্রহণ করে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। নারীদের ঋণসুবিধার পাশাপাশি ব্যবসায়িক পরামর্শ প্রদানের জন্য কিছু কিছু ব্যাংকের ডেডিকেটেড ডেস্কও রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ মনে করে, নারী শক্তিকে দূরে রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই আর্থিক প্রতিষ্ঠানসমূহে নারীদের অংশগ্রহণ যেমন বাড়ছে তেমনি নারী উদ্যোক্তাদেরও পৃষ্টপোষকতা প্রদান করা হচ্ছে। নারী উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে সহযোগিতা গ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারেন।