মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নেছারাবাদে কার্যকরী কমিটি গঠন

তরিকুল ইসলাম
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
নেছারাবাদে কার্যকরী কমিটি গঠন
নেছারাবাদে কার্যকরী কমিটি গঠন

'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ৫ মার্চ বিকাল ৪টায় স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির অফিস কক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ফ্রেন্ডস ফোরামের গঠনতন্ত্র মোতাবেক সামাজিক শিক্ষামূলক বিভিন্ন কাজের মাধ্যমে জনগণকে একত্রিত করে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে সচেষ্ট থাকবে বলে সভায় বলা হয়। সামাজিক অবক্ষয় রোধে ফ্রেন্ডস ফোরাম নানাবিধ কাজ করবে। এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদক রোধে সবাইকে সচেতন থাকতে হবে। একটি সুন্দর জাতি গঠনে মায়ের ভূমিকা অপরিসীম। তাই মাকেই শিক্ষিত হতে হবে। বক্তারা বাল্যবিবাহ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, একজন পূর্ণ বয়স্ক শিক্ষিত মেয়েই পারে একটি সুস্থ সন্তান জন্ম দিতে। এ বিষয়ে মেয়েদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। গঠনতন্ত্র মোতাবকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তার মধ্যে অনেক বিষয় উঠে আসে। পাঠকের চাহিদা মোতাবেক 'যায়যায়দিন' পত্রিকার মানবৃদ্ধি ও প্রচারসংখ্যা বাড়াতে পত্রিকা কর্তৃপক্ষকে সর্বোতভাবে সহায়তা করা এবং পত্রিকায় কোনো অসংগতি থাকলে সে বিষয়ে আলাপ-আলোচনা করে সঠিক সংবাদ প্রচারে সহায়তা করা। সব পশ্চাৎপদতা পেছনে ফেলে অসাম্প্রদায়িক, মানবিক চেতনা বিকাশের সামাজিক আন্দোলন পরিচালনা করার ইচ্ছা পোষণ করা। মুক্তবুদ্ধি ও বিজ্ঞানমনস্ক চিন্তাচেতনা ও জ্ঞানের বিকাশ সাধন এবং মুক্ত চিন্তার অনুশীলন ও সাহিত্য চর্চায় উৎসাহদানের পাশাপাশি সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করা। সৃজনশীল কর্মকান্ডের মধ্য দিয়ে 'ফ্রেন্ডস ফোরাম'-এর সদস্যদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোসহ নানাবিধ কাজ পরিচালনা করা। সমাজ উন্নয়নের মধ্য দিয়ে পৃথিবীর সব শান্তি, স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করা। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, যায়যায়দিন পত্রিকা সব সময় বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন এবং একই সঙ্গে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা বিভিন্ন সামাজিক কর্মকান্ড যেমন গাছের চারারোপণ, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। নিরক্ষরতা দূরীকরণ, শিশু অধিকার সংরক্ষণ, সামাজিক অবক্ষয় রোধ, যৌতুক ও নারী নির্যাতনবিরোধী কর্মসূচি গ্রহণ করা, মাদক ও ধূমপানবিরোধী ক্যাম্পেইন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণের পাশাপাশি রক্তদাতাদের ডাটাবেইজ তৈরি, সড়কে গাড়ি দুর্ঘটনা হ্রাসকল্পে চালক-পথচারী সচেতনতা কর্মসূচি গ্রহণ করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা কর্মসূচি গ্রহণ করা, এইডস্‌সহ বিভিন্ন মারাত্মক ব্যাধি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি গ্রহণ করা, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইসু্য সম্পর্কে জনমত যাচাই করা ফ্রেন্ডস ফোরামের কাজ।

আলোচনা শেষে ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

একজন সভাপতি, তিনজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, দুইজনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি : সাবেক প্রধান শিক্ষক মন্টু লাল কর্মকার, সহ-সভাপতি মো. শরীফ আহমেদ, মাহফিজুর রহমান ফাগুন ও ওবায়দুল হক অনু; সাধারণ সম্পাদক : গোলাম রাব্বানী শাহিন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম মিন্টু ও মো. মোরশেদুল হক; সাংগঠনিক সম্পাদক : মাজহারুল ইসলাম অনু; অর্থ সম্পাদক :মো. জাকির ফরাজী; দপ্তর সম্পাদক :খায়রুল ইসলাম তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক :মো. আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক :মো. গাফ্‌ফার মাহমুদ; সমাজকল্যাণ সম্পাদক :মো. রেজাউল করিম; ক্রীড়া সম্পাদক :মো. মনিরুল ইসলাম; শিক্ষা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক :সানজিদা রহমান শুভ্রা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : শাহ মো. সুহার্তো; প্রচার ও জনসংযোগ সম্পাদক :আরিফুল ইসলাম; সম্মানিত সদস্য মো. মেহেদী হাসান, মো. মাসুম বিলস্নাহ, খাঁন মোহাম্মদ জাহাঙ্গীর ও আশুতোষ মিস্ত্রী।

নেছারাবাদ ফ্রেন্ডস ফোরামের সভাপতি মন্টু লাল কর্মকার বলেন, বাল্যবিয়ে রোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যায়যায়দিন পত্রিকা অনেক পুরাতন ও প্রতিষ্ঠিত পত্রিকা। এ পত্রিকার ফ্রেন্ডস ফোরামে যুক্ত হতে পেরে যায়যায়দিন পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। দৈনিক যায়যায়দিন পত্রিকার নেছারাবাদ উপজেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি কমিটির সবাইকে ধন্যবাদ জানান।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম নেছারাবাদ, পিরোজপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে