মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নারী

আব্দুস সালাম
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
নারী

'নারী তুমি যখন তখন পাল্টে ফেল রূপ

কখনো বা দাও ছড়িয়ে ভালোবাসার ধূপ।

নারী তুমি আনতে পারো মন কাননে ফাগুন

কখনো বা সুখের ঘরে জ্বালাতে পারো আগুন।

নারী তুমি হঠাৎ করে ভীষণ অভিমানী

কখনো বা অকারণে চোখে ঝরাও পানি।

নারী তুমি গড়তে পারো, ভাংতে পারো ঘর

কখনো বা শান্ত মনে অশান্তির এক ঝড়।

নারী তুমি সূর্য ওঠা একটা কোনো ভোর

কখনো বা কাটতে পারো ভালোবাসার ডোর।

নারী তুমি সুখের আধার হন্যে হয়ে ছোটা

কখনো বা কারোর বুকে দাও বিঁধিয়ে টোঁটা।

নারী তুমি ভালোবেসে পরখ করে মন

কখনো বা ভালবাসো কেবল প্রচুর ধন।

নারী তুমি কখনো বা একটি মুখের হাসি

কখনো বা কারোর তুমি হও যে গলার ফাঁসি।

নারী তুমি আঁধার ঘরের হও যে কারোর বাতি

কখনো বা তারে ফেলে হও যে পরের সাথী।

নারী তুমি কারোর যে হও দারুন ভালোলাগা

কখনো বা তোমার তরে রাতটা যে হয় জাগা।

নারী তুমি এ জীবনের একটা চলার সিঁড়ি

কখনো বা যাও হারিয়ে হৃদয়টাকে ছিঁড়ি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে