বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বহিষ্কৃত যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

ম যাযাদি ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২১, ০০:০০
বহিষ্কৃত যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি বহিষ্কৃত যুবলীগ নেতা এইচ এম ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, 'গতরাতে ঢাকা থেকে আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলার আসামি ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।'

ফুয়াদের বিরুদ্ধে ফরিদপুরে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মানি লন্ডারিং ও আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তিনি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে