সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মুরগি খেতে এসে বাঘ আটক

যাযাদি ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
মুরগি খেতে এসে বাঘ আটক

নোয়াখালীর বেগমগঞ্জে লোকালয়ে আসা একটি বাঘকে আটক করেছেন স্থানীয় জনতা। উপজেলার কুতুবপুর ইউনিয়নের কিত্তনীয়ার হাট মুসলিম বাজার এলাকা থেকে বাঘটিকে আটক করা হয়। পরে বাঘটিকে হাতিয়ার নিঝুমদ্বীপের বনে ছেড়ে দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা বন কর্মকর্তা এএসএম সামছুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার কুতুবপুরের রহিমের মুরগি খামারে মুরগি খেতে আসলে বাঘটিকে আটক করেন স্থানীয় জনতা। পরে বৃস্পতিবার বাঘটিকে উদ্ধার করে মাইজদী নোয়াখালী বনবিভাগে হস্তান্তর করা হয়।

কুতুবপুর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাফর উল্যাহ স্বপন জানান, বুধবার সকালে রহিমের মুরগির ঘরে বাঘটি মুরগি খেতে এলে খাঁচায় ভরে কৌশলে বাঘটিকে আটক করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া বলেন, উদ্ধার করা বাঘটি এরই মধ্যে হাতিয়ার নিঝুমদ্বীপে বনে অবমুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে