বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ফাইভ-জি চালু বিশ্বজুড়ে উদ্বেগ এয়ারলাইনসগুলোর

ম যাযাদি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২২, ০০:০০

যুক্তরাষ্ট্রে ফাইভ-জি সেবা চালু নিয়ে বিশ্বজুড়ে এয়ারলাইনসগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এজন্য ফ্লাইটের সময়সূচি ও ফ্লাইট চলাচলের জন্য বিমানবন্দরে থাকা উড়োজাহাজের সময়সূচি সমন্বয় করা হচ্ছে। এয়ারলাইনসগুলোর শঙ্কা, বিমানবন্দরের কাছে ফাইভ-জি চালু হলে সুরক্ষাব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলবে। উলেস্নখ্য, বুধবার মার্কিন বিমানবন্দরগুলোর কাছে ফাইভ-জি চালুর পরিকল্পনা ছিল দুই কোম্পানি এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের।

যুক্তরাষ্ট্রের ১০টি বড় এয়ারলাইনস সতর্ক করেছে, ফাইভ-জি চালু করা হলে ফ্লাইট চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটবে। কোম্পানিগুলো বলছে, পরিকল্পনামাফিক মুঠোফোনে ফাইভ-জি চালু করা হলে 'এড়ানো যাবে না, এমন একটি সম্পূর্ণ অর্থনৈতিক বিপর্যয়' দেখা দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে