শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

'মেরুদন্ডওয়ালা লোক ইসিতে নিয়োগ দিতে হবে'

যাযাদি রিপোর্ট
  ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০

বাম গণতান্ত্রিক জোটের সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যত শক্তিশালীই হোক, নির্বাচন আইন যত শক্তিশালীই হোক, সেটা প্রয়োগের জন্য মেরুদন্ডওয়ালা লোক নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন কমিশন গঠন আইন বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। এ সময় সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার ও কমিশন গঠনের আইন করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বজলুর রশিদ ফিরোজ বলেন, বাংলাদেশে ৪টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। বাকিগুলো সরকারি দলের অধীনে, যেগুলো প্রশ্নবিদ্ধ। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে