রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বৈচিত্র্যময় কাঠ গোলাপ

লেখা ও ছবি : এস আর এ হান্নান
  ১১ মার্চ ২০২২, ০০:০০
বৈচিত্র্যময় কাঠ গোলাপ

ফুলের নাম কাঠ গোলাপ। নাম, বৈচিত্র্য ও বৈশিষ্ট্যে অনন্য এ ফুল সারা বছরই ফোটে। তবে গ্রীষ্ম, বর্ষা এবং শরৎকালে ফুলে ফুলে ছেয়ে যায় গাছ। এই ফুল বিভিন্ন নামে পরিচিত। যেমন-গোলাইচ, গোলকচাঁপা, গুলাচি, চালতা গোলাপ প্রভৃতি। এটির ইংরেজি নাম : ঋৎধহমরঢ়ধহর.। দেখতে দুধের মতো সাদা। কোনোটি সাদা পাপড়ির ওপর হলুদ আবার কোনোটি লালচে গোলাপি রঙের দাগ। ধবধবে সাদা ফুলের মধ্যে হলুদ ও গোলাপি রঙের মিশ্রণের কারণে কাঠ গোলাপ ফুল নজরকাড়া। কাঠ গোলাপের সাদা পাপড়িতে রয়েছে হলুদের নান্দনিক সৌন্দর্য ও ছোঁয়া। গোলাপের সাথে এ ফুলের কোনো সম্পর্ক নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে