শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
walton

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

অ্যাটর্নি জেনারেলের

দায়িত্বে অ্যাডভোকেট

এস এম মুনীর

ম যাযাদি ডেস্ক

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এস এম মুনীর। সোমবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ব্যক্তিগত ভ্রমণে অস্ট্রেলিয়া থাকবেন। সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন স্ত্রীসহ ব্যক্তিগত ভ্রমণে অস্ট্রেলিয়া যাবেন। ফিরবেন ৩০ সেপ্টেম্বর। এ সময় অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন। তিনজনের মধ্যে এস এম মুনীর সিনিয়র। এর আগেও তিনি বেশ কয়েকবার অ্যাটর্নি জেনারেলের অনুপস্থিতিতে

দায়িত্ব পালন করেছিলেন।

মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন আ'লীগের

ম যাযাদি রিপোর্ট

এবারের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হবে। এজন্য প্রশিক্ষণের আয়োজন করেছে আওয়ামী লীগ।

সোমবার কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করা হয় মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম। এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, 'অফলাইন ক্যাম্পেইন' এর ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবুবকর? ও সহকারী ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের।

এ প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা। সারা দেশ থেকে মনোনীত ১০০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এ অনুষ্ঠানে।

খিলক্ষেতে ট্রেনে কাটা

পড়ে যুবক নিহত

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর খিলক্ষেত এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃতু্য হয়েছে। সোমবার বিকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনে কাটা পড়েন ইকবাল হোসেন নামে এক ব্যক্তি। এতে ঘটনাস্থলে তার মৃতু্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে