সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

'গাড়ির দামি যন্ত্রাংশ চুরি করে বিক্রি করতেন তারা'

যাযাদি রিপোর্ট
  ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০
'গাড়ির দামি যন্ত্রাংশ চুরি করে বিক্রি করতেন তারা'

গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন তামজিদ হাসান শুভ (২৩) ও মো. সিয়াম (২৩)। বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার বসুন্ধরা শপিং কমপেস্নক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তেজগাঁও থানার ওসি মোহম্মদ মোহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, 'গ্রেপ্তার শুভ ও সিয়াম পেশাদার চোর। শুভর বিরুদ্ধে চারটি ও সিয়ামের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ঢাকায় গাড়ির যন্ত্রাংশ চুরির সংঘবদ্ধ যে কয়েকটি চক্র আছে তার মধ্যে শুভ ও সিয়াম অন্যতম। তারা শুধুমাত্র মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো, স্টিকার, লুকিং গস্নাসসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করতেন। পরে স্বল্প দামে ধোলাইখালে বিক্রি করে দিতেন সেসব যন্ত্রাংশ।'

তিনি আরও বলেন, 'যার গাড়ির যন্ত্রাংশ চুরি হয় তিনি সেগুলোর কিনতে সাধারণত ধোলাইখাল এলাকায় যান। এ সময় গাড়ির চুরি হওয়া যন্ত্রাংশ ফের ওই মালিকের কাছেই বিক্রি করা হয়। দামি লোগো, স্টিকার, লুকিং গস্নাস চুরি করা সহজ, এসবের দামও বেশি। এ কারণে এগুলো তারা চুরি করতেন বলে জানান। এসব গাড়ির লুকিং গস্নাস, লোগো ও স্টিকারের দাম লাখ টাকা পর্যন্ত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে