মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৭ জন

যাযাদি ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৭ জন

দেশে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে রোগটিতে কারও মৃতু্য হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন যেসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ১০ জন ঢাকা মহানগরে, বাকি ৭ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরের হাসপাতালে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬৮ জন।

সব মিলিয়ে এ বছরের প্রথম ১২ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৭ জন। তাদের মধ্যে ঢাকায় ২২৬ জন এবং বাকি ৩৮১ জন ঢাকার বাইরে ভর্তি হয়। নতুন বছরের প্রথম ১২ দিনে চার জনের প্রাণ কেড়েছে এডিস মশাবাহিত রোগটি।

শুক্রবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২৭৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১৩৪ জন ঢাকায় এবং ১৪৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১ হাজার ৭০৫ জনের মৃতু্য হয়। এত মৃতু্য ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার ১ লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে।

তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃতু্যর সংখ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে