মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
আসছে নতুন সেবা

জিনিসপত্রের দাম বেশি নিলে '৩৩৩' নম্বরে অভিযোগ

যাযাদি রিপোর্ট
  ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
জিনিসপত্রের দাম বেশি নিলে '৩৩৩' নম্বরে অভিযোগ

বাজারে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হলে '৩৩৩' নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করা হবে। সোমবার সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীর সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, '৩৩৩' নম্বরে বর্তমানে যেসব সেবা আছে, সেগুলো চালু থাকবে। পাশাপাশি '৩৩৩' নম্বরে ফোন করার পর আরেকটি ডিজিটে চাপ দিয়ে নতুন সেবাটি পাওয়া যাবে। ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে নতুন একটি ওয়েবসাইট খোলা হবে; যেখানে পণ্যের দাম, মজুতসহ বিভিন্ন তথ্য থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে